July 31, 2025, 3:45 am

রানীনগর উপজেলার উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

নওগাঁ সংবাদদাতা: 123 View
Update : Thursday, December 10, 2020

নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর রানীনগর উপজেলার পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রউফ দুলু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে আব্দুর রউফ দুলু পেয়েছেন ২৬ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোসারব হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৫৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ১০৩ ভোট।

এরআগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৫৮৭ জন। পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৭২২ জন। মোট ৫৬ টি ভোট কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম মারা যান। এরপর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল সংসদ উপ-নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ শুন্য হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর