শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ ডিসেম্বর, সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল সার কারখানার পশ্চিম প্রান্ত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ২১ ডিসেম্বর, সোমবার সকালে ওই যুবকের মরদেহটি শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পলাশ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পরনে খেলার পোশাক ছিল। এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর