November 13, 2025, 8:57 pm

পীরগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী ইকরাম জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট 218 View
Update : Monday, December 28, 2020

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক মেয়র পদে নির্বাচিত হয়েছেন। নারকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন নয় হাজার ১৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলম পেয়েছেন দুই হাজার ৭৯০ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে বিএনপির রেজাউল করিম রাজা ধানের শীষ প্রতীকে দুই হাজার ৭১৪ ভোট, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদিন জগ মার্কা প্রতীকে ৯৯১ ভোট, জাতীয় পার্টির তৈয়ব আলী লাঙ্গল প্রতীকে ৪২২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান হাতপাখা প্রতীকে ১৪৩ ভোট পেয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটায় শেষ হওয়ার কথা থাকলেও ভোটারদের রেকর্ডসংখ্যক ভিড়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট নেয়া হয়।

ভোটগণনা শেষে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দীন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর