August 3, 2025, 1:58 am

করোনা ভ্যাকসিন: অনলাইন নিবন্ধনে ভোগান্তির শঙ্কা

Reporter Name 186 View
Update : Saturday, January 2, 2021

করোনা মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্ব। এমন সংকটসময় সময়ে ভ্যাকসিনে ভরসা দেখছেন সবাই। বাংলাদেশ সরকারও ভ্যাকসিন আনার বিষয়ে সর্বোচ্চ জোর দিচ্ছে। ইতিমধ্যে তিন কোটি ডোজ অক্সফোর্ড আস্ট্রজেনেকার ভ্যাকসিনের বিষয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের তথ্য নিবন্ধন করতে হবে অনলাইনে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে নিবন্ধনের কারণে ভ্যাকসিন পেতে অনেকের বিড়ম্বনায় পড়তে হতে পারে। মানুষের মধ্যে বৈষম্যও বাড়তে পারে। বাড়তে পারে ভোগান্তি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনার ভ্যাকসিন গ্রহণকারীদের নিবন্ধন করতে হবে অনলাইনে। এ সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের তথ্য যাচাই করা হবে। ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে। অনলাইনে নিবন্ধনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি ও আইসিটি বিভাগ সহযোগিতা করবে।

এ বিষয়ে জানতে চাইলে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম সারাক্ষণকে বলেন, ‘ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া রাখলে অনেকে অটো বাদ পড়ে যাবেন। প্রান্তিকের ইউনিয়ন পরিষদ ধরে তালিকা করতে হবে। যারা প্রকৃত ভ্যাকসিন প্রাপ্য, তাদের তালিকা ধরে ভ্যাকসিন দেওয়া হবে। অনলাইনের পাশাপাশি প্রকৃত ভ্যাকসিন প্রাপ্যদের অফ লাইনেও তালিকা করতে হবে। শুধু অনলাইনে হলে বৈষম্য বাড়বে।’

তিনি আরো বলেন, ‘অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ায় ভালো উদ্দেশ্য থাকতে পারে, বিশেষত নকল ভ্যাকসিন এড়ানোর জন্যও হতে পারে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী সারাক্ষণকে বলেন, ‘‘আমাদের দেশের অধিকাংশ নিন্ম আয়ের ও প্রান্তিক মানুষ অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত না। অথবা অনলাইন প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না। ফলে যদি অনলাইন নিবন্ধনের মতো ঘটনা ঘটে তাহলে নেতিবাচক ব্যপার ঘটবে। এর মাধ্যমে কিছু দালাল শ্রেণির লোকের উদ্ভব ঘটবে। যারা এসব মানুষের কাছ থেকে টাকা নিয়ে অনলাইন নিবন্ধন করে দেওয়ার কন্ট্রাক্ট নিবে। শহর উপ শহর গুলোতে পথে পথে ভাসমান দোকান চোখে পড়বে। সামনে বিজ্ঞাপন থাকবে ‘এখানে অনলাইনে ভ্যাকসিন নিবন্ধন করা হয়’। মানুষের পকেটের টাকা কাটার একটা ফন্দি তৈরি হবে। যথা সময়ে অনেক মানুষ নিবন্ধন করতে না পেরে ভ্যাকসিন থেকে বঞ্চিত হবে। অনেক মানুষ ভোগান্তিতেও পড়তে পারে। এসব কারণে মনে করি অনলাইন নিবন্ধনটা যথাযথ না।”

এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ‘সব মিলিয়ে আমরা মনে করছি ভ্যাকসিন হচ্ছে রাইট টু লাইফ। মানুষের বেঁচে থাকার যে অধিকার অনেকটা তার সমার্থক। এই ক্ষেত্রে উচিত হবে ন্যায্যতার ভিত্তিতে এলাকা ভিত্তিক মানুষের তালিকা করা। ভ্যাকসিন পেতে কারা অগ্রাধিকার পাবে সেই তালিকা ধরে ভ্যাকসিন সরবারহ করা।’

ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন প্রসঙ্গে ভ্যাকসিন বিষয়ক গঠিত টাস্কফোর্স কমিটির সদস্য ডা. শামসুল হক সারাক্ষণকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে অনলাইনে নিবন্ধন হবে। এই বিষয়টি আইসিটি মন্ত্রণালয় দেখছে। যারা দায়িত্ব নিয়েছেন, তারা কাজ অনেকটা গুছিয়ে এনেছেন। কাজ সম্পন্ন হলে তারা জানাবে।’

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম সারাক্ষণকে বলেন, ‘অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ায় তিনটা গ্রুপ মিলে কাজ করছে। এখানে এটুআই, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এবং ঢাকা ডিসি অফিসের সুরক্ষা নামের একটা গ্রুপ রয়েছে। প্রথম ধাপে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের তথ্য দিয়ে ডেটাবেজ তৈরি করা হবে। পরে ডেটাবেজ তৈরি হবে সারাদেশে। ন্যাশেনাল আইডি ধরে এটা করা হবে। যাদের ডেটা নেই তাদেরকে অনলাইনে নিবন্ধনের কথা বলা হবে।’

ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করতে মানুষের বিড়ম্বনায় পড়তে হবে কিনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, ‘অনলাইনে নিবন্ধন করতে গিয়ে মানুষ কি সমস্যায় পড়বে, আগে থেকে তো বলতে পারবো না। এমনটা হলে পরে সমস্যা ধরে সমাধান করতে হবে। আইটি বিশেষজ্ঞরা ফর্মুলা দিয়েছেন ন্যাশেনাল আইডি কার্ড এর সঙ্গে নিবন্ধন প্রক্রিয়াকে ট্যাগ করে দিবে। এতে আশা করি সমস্যা হবে না।’

সরকার সব মানুষকে একসঙ্গে টিকা দিতে পারবে না। এ জন্য টিকা গ্রহণকারীদের অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করা হয়েছে জাতীয় পরিকল্পনায়। ওই তালিকায় নাম অন্তর্ভুক্তির তত্ত্বাবধান করবে জেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা কোভিড-১৯ কমিটি। সেই নাম ধরে নিবন্ধন করবে এটুআই কর্মসূচি। নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের দরকার হবে। এর পাশাপাশি কর্মকর্তা বা কর্মচারীর নিজস্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করতে হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর