August 1, 2025, 1:20 pm

টামফোর্ড সাংবাদিক ফোরামের নেতৃত্বে ওয়ালী-আকরাম

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট: 216 View
Update : Wednesday, January 6, 2021

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ২০২১-২২ বর্ষের কমিটির সভাপতি হিসেবে হাসান ওয়ালী ও সাধারণ সম্পাদক হিসেবে আকরাম হোসেন দায়িত্ব পেয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটির ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও স্টামফোর্ড ফোরাম স্টিয়ারিং কমিটির কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলন, দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান,বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিন, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার রেহানা আক্তার, বিদায়ী কমিটির সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক সানমুন আহমেদ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাজহারুল ইসলাম তামিম, এস কে শাওন, মেসবাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম, হাসিব যোবায়েদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিক টিপু, দপ্তর সম্পাদক সাইমুন মুবিন পল্লব, অর্থ সম্পাদক আফরোজা ইসলাম, প্রচার সম্পাদক মিনারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তানভীরুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য আমিনুর রহমান হৃদয়, লিন্তি হাসিনা, আল আমিন তুষার, তাসবিহ উল হাসান স্বরণ, সানজীদা পারভীন, সাজিয়া আফরিন সৃষ্টি, রায়হান খান আকাশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর