December 23, 2025, 5:21 pm

প্রতারণার মামলায় প্রজাপতি পরিবহনের এমডি রফিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট - 336 View
Update : Thursday, January 7, 2021

প্রতারণার মামলায় প্রজাপতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুর-১২ (কালশি) নম্বরের বি-ব্লকের ৭৯/বি নম্বর বাড়ির পরিবহনটির কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন তিনি।

প্রতারণার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা ওই মামলার ওয়ারেন্টভূক্ত আসামি তিনি।

বুধবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের পর দিবাগত রাতে তাকে পল্লবী থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রফিকুল ইসলামকে আদালতে পাঠানো হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর