August 3, 2025, 2:14 pm

কাকরাইলে মা-ছেলে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

Reporter Name 281 View
Update : Sunday, January 17, 2021

রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত হলো নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও তার ভাই আল-আমিন ওরফে জনি। রোববার (১৭ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের মসলা ব্যবসায়ী।

২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ নম্বর বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করা হয়েছিল। ২ নভেম্বর শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলাকরেন। মামলায় শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, শ্যালক (মুক্তার ভাই) জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। পরের বছরের ১৬ জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আবদুল করিমসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর