October 30, 2025, 9:39 am

মবিলের বোতলে এতো ইয়াবা!

Reporter Name 171 View
Update : Sunday, January 17, 2021

রাজধানীর রমনা পার্ক এলাকায় ট্রাক ড্রাইভারের বসা সিটের নিচে মবিলের বোতলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবসহ এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল হাবিব (৪০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার মু. মাহবুবুল আলম বলেন, শনিবার ১০ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে রমনা পার্কের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃ মাদকবিক্রেতাকে প্রাথমিক বিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল হাবিব পেশায় একজন গাড়ি চালক। তিনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাক যোগে ঢাকায় নিয়ে আসতেন। এরপর কাওরান বাজারসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ হাবিবের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর