September 13, 2025, 7:07 pm

রূপগঞ্জে ভাটায় ইট ভাঙা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

Reporter Name 133 View
Update : Monday, January 18, 2021

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এএসবি নামে একটি ভাটায় ইট ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, এএসবি ইটভাটায় মুকলেছুর রহমান ইটভাটার কাঁচামাল তৈরির শ্রমিকদের সর্দার হিসেবে কাজ করেন। অপরদিকে, ফজলু মিয়া নামে আরেকজন ইটাভাটার ইট লোড-আনলোডের শ্রমিকদের সর্দার। ফজলু মিয়ার শ্রমিকরা ইট আনা-নেওয়ার সময় মুকলেছুর রহমানের শ্রমিকদের ইট ভেঙে ফেলে। এ সময় মুকলেছুর রহমান ও ফজলু মিয়ার মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুকলেছুর রহমান ও তার লোকজন লাঠিসোঁটা, শাবল, কোদালসহ দেশি অস্ত্র নিয়ে ফজলু মিয়ার লোকজনের উপর হামলা চালায়। পরে ফজলু মিয়ার লোকজনও পাল্টা হামলা চালায়। সংঘর্ষে মুকলেছুর রহমান, ফজলু মিয়া, রেজা, সাগর, নরুল হক, মোহাম্মদ, হেলাল খান, পথচারী মঞ্জুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে মুকলেছুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এএসবি ইটভাটার ব্যবস্থাপক আলম হোসেন বলেন, শ্রমিকদের মাঝে সামান্য কিছু ঘটনা ঘটেছে। এতজন আহতের তথ্য সঠিক নয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর