September 13, 2025, 4:42 pm

বসুরহাটে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

Reporter Name 155 View
Update : Tuesday, January 19, 2021

নোয়াখালীকে নিয়ে বিদ্রুপ মন্তব্য ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে অশোভন আচরণ করায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মঙ্গলবার (১৯) বিকেলে বিক্ষোভ মিছিলটি বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা হল গলিতে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা নোয়াখালীকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দেন এবং দ্রুত নিক্সন চৌধুরীকে নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় বিক্ষোভ মিছিলে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর