August 3, 2025, 2:16 pm

রাজধানী থেকে ৩৪ গ্রিলকাটা চোর ও ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name 283 View
Update : Thursday, January 21, 2021

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৪ জন গ্রিলকাটা চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে নানা রকম মালামাল ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৪ জন গ্রিলকাটা চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছি আমরা। এসময় তাদের কাছ থেকে নানা রকম মালামাল ও সরঞ্জামাদিও জব্দ করা হয়।’

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর