August 3, 2025, 2:16 pm

শাহজালালে ৫ কোটি টাকার সোনা জব্দ

Reporter Name 273 View
Update : Friday, January 22, 2021

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এসময় স্বর্ণবার বহনকারী যাত্রী সারোয়ার উদ্দিনকেও আটক করা হয়। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান বিমানবন্দর কাস্টম হাউজের উপ-কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক।

তিনি ব্রেকিংনিউজকে জানান, মাসকাট থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ৭.২৯০ কেজি স্বর্ণবার জব্দ করেছে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি বলেন, ‘স্বর্ণের এই চোরাচালানটির বিষয়ে আমাদের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিলো। যে তথ্য মোতাবেক প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে।’

তিনি আরও বলেন, ‘মাসকাট থেকে আসা একটি ফ্লাইটের মাধ্যমে আসা যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম- সারোয়ার উদ্দিন।’

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হচ্ছে। এ বিষয়ে ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কাস্টম হাউজের এই কর্মকর্তা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর