August 3, 2025, 8:45 pm

চট্টগ্রামে নির্বাচন শান্তিপূর্ণ হবে: ইসি সচিব

Reporter Name 316 View
Update : Tuesday, January 26, 2021

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি শেষ। এ জন্য যা যা উদ্যোগ নেয়া দরকার, তা নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেয়া। যাতে ভোটাররা ভোটক্রেন্দ্র আসতে পারেনম, ভোটদ দিতে পারেন। কেউ যেন তাদের বাধা না দেয়। সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হয়েছে। সেটা তারা দায়িত্ব পালন করবেন। লেভেল প্লেয়িং ফিল্ড এটাই। সবার জন্য সমান সুযোগ।’

নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সবটুকুই সেখানে নেওয়া হয়েছে।’

ইসি সচিব বলেন, যেগুলো সাধারণ কেন্দ্র সেখানে ১৬ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। যেগুলো ঝুঁকিপূর্ণ সেখানে ১৮ জন করে থাকবেন। সেখানে অস্ত্র বেশি থাকবে। ১০ হাজারের বেশি আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতি দুই ওয়ার্ডে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর