July 31, 2025, 1:30 am

টিকা নিয়ে সুস্থ আছি, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি: ভেরোনিকা কস্তা

Reporter Name 326 View
Update : Wednesday, January 27, 2021

বাংলাদেশের প্রথম করোনা টিকা গ্রহণকারী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা (ডানে)বাংলাদেশের প্রথম করোনা টিকা গ্রহণকারী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা (ডানে)

‘টিকা নিয়ে সুস্থ আছি, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।’ বাংলাদেশের প্রথম করোনা টিকা গ্রহণকারী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা টিকা গ্রহণের পর এভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সারাক্ষণকে ভেরোনিকা কোস্তা বলেন, ‘টিকা নিয়ে সুস্থ আছি, কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। দেশবাসীকে করোনার টিকা নিতে অনুরোধ জানাচ্ছি। এই টিকা নেয়ার মধ্য দিয়ে দেশে করোনামুক্ত হবে।’

দেশবাসীর জন্য কিছু বলতে চান কি না জানতে চাইলে কোস্তা বলেন, ‘দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেমন ভ্যাকসিন গ্রহণ করেছি, দেশের জনগণ ও যাতে আস্থা পায়; আস্থা পেয়েই ভ্যাকসিন গ্রহণ করে। সবাই যাতে এই ভ্যাকসিন নেওয়ায় উদ্বুদ্ধ হয়, এটাই আমার চাওয়া।’

করোনার রোগের সেবা দেয়া নিয়ে এ নার্স বলেন, ‘করোনাভাইরাসে গোটা বিশ্ব স্থবির হয়েছিল। তখন স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেও একটু ভয় পেয়েছিলাম। তবে নিজে নিজেই সাহস জুগিয়েছি; ভেবেছি আমাকে পিছিয়ে গেলে চলবে না। কোস্তা আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিজের সাথে নিজের লড়াই করেছি, সংসার ফেলে এসে রোগীর সেবা দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি প্রথম টিকা নিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। এর মাধ্যমে একটি ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রয়োগের কার্যক্রম উদ্বোধন করেন। কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার মাধ্যমে দেশে শুরু হল টিকাদান। টিকা গ্রহণকারী প্রথম পাঁচজন হলেন নার্স রুনু ভেরোনিকা কোস্তা, চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও বাংলাদেশ আর্মির ব্রিগ্রে. জেনারেল এম ইমরান হামিদ।

কুর্মিটোলা হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর টিকা দেওয়ার জন্য ৩২ জনের তালিকা করা হয়েছে। এদের মধ্যে ২৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর