যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের ফারাহ্ আহমেদ ড. মঈন খানের ভাগ্নি

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনে নিয়োগ পাওয়া ফারাহ্ আহমেদ নরসিংদী-২ পলাশের সাবেক বিএনপি দলীয় এমপি ও মন্ত্রী এবং দলটির বর্তমান স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ভাগ্নি বলে জানা যায়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মার্কিন কৃষি বিভাগের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় মার্কিন কৃষি বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন আন্ডার সেক্রেটারি কার্যালয়ের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশি ফারাহ আহমদ।
ফারাহ আহমেদর বাবা ড. মাতলুব আহমেদ ও মা ড. ফেরদৌস আহমেদ। তারা দু’জনেই যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। ফারাহ আহমেদের নানা ড. আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর