August 2, 2025, 4:44 am

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস ১০, ৯৬৪

Reporter Name 168 View
Update : Wednesday, January 27, 2021

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশিত হয়েছে। এতে ১০ হাজার ৯৬৪ জন পাশ করেছেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) জানায়, লিখিত পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর