July 31, 2025, 1:03 pm

অপপ্রচার রোধ আগেই টিকা নিলাম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name 193 View
Update : Thursday, January 28, 2021

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘করোনার টিকা নিয়ে নানা মহল থেকে অপ্রচার চালাচ্ছে। এসব রোধেই আগে টিকা গ্রহণ করলাম। টিকা নেওয়ার পর স্বাভাবিক আছি কোন সুবিধা হয়নি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।’

আগে টিকা নিতে পেতে নিজেকে একজন সৌভাগ্যমান মনে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগে টিকা নিতে পেতে নিজেকে একজন সৌভাগ্যমান মনে হচ্ছে। মন্ত্রীপরিষদের একজন সদস্য হিসেবে আমরা আগেভাগেই টিকা গ্রহণ করলাম যেন আমাদেরকে দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে টিকা দিতে আসে।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজে টিকা গ্রহণ শেষে দৈনিক ইত্তেফাক অনলাইন প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ অনেকে টিকা নিয়ে অপ্রচার চালাচ্ছেন। প্রধানমন্ত্রীকে আগে টিকা নেওয়ার বলছেন।’

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল বুধবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচ জনকে টিকা দেওয়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। ওই পাঁচজনসহ গতকাল মোট ২৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর