August 22, 2025, 11:28 am

ইরাকে সেনা অভিযানে ৭ আইএস জঙ্গি নিহত

Reporter Name 145 View
Update : Thursday, January 28, 2021

ইরাকের কিরকুক প্রদেশে সেনা অভিযানে সাত আইএস জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে আইএসের তিন নেতাও রয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশটির দক্ষিণে অবস্থিত আল-চেই উপত্যকায় সেনাবাহিনী ওই অভিযান চালায়। খবর আনাদোলু এজেন্সি।

সেনাবাহিনী জানায়, কিরকুকে হামলার প্রস্তুতির গোপন খবর পেয়ে আইএসের গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় দুই আইএস সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ইরাকি সেনাবাহিনী। অন্য সাত সদস্য গোলাগুলিতে নিহত হন।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানালেও এতে সেনাবাহিনীর সদস্যরা হতাহতের শিকার হয়েছে কিনা তা বলা হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরাকের মসুল, সালাহউদ্দিন ও আনবার প্রদেশ এবং দিয়ালা ও কিরকুকের কিছু অংশ দখল করে নেয় আইএস জঙ্গিরা। ২০১৭ সালে মার্কিন জোটের সহায়তায় এসব এলাকা থেকে আইএস জঙ্গিদের ইরাকি বাহিনী বিতাড়িত করলেও সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়ে আবারও তাদের উপস্থিতির জানান দিচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর