July 31, 2025, 1:59 am

জাপা নেতা শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান

Reporter Name 277 View
Update : Thursday, January 28, 2021

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ আংশিক নিয়ে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী জেলা শাখার আহ্বায়ক বিরোধীদলীয় সাবেক হুইপ শওকত চৌধুরী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোরা দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

সৈয়দপুর নীলফামারী জেলার একটি উপজেলা হলেও এটি বিএনপির একটি সাংগঠনিক জেলা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।

যোগদানের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শওকত চৌধুরী বলেন, ‘আমি এক সময় বিএনপি ও ছাত্রদল করতাম। পরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলাম। আবার বিএনপিতে ফিরে এলাম।’

তিনি বলেন, ‘আমাকে অনেকে বলেছেন এ দুর্দিনে বিএনপিতে কেন? জবাবে আমি বলেছি এখনই বিএনপিতে যোগদানের সময়।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর