সার্জেন্ট দিদারুল প্রথম পুলিশ সদস্য হিসেবে ভ্যাকসিন নিলেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট মো. দিদারুল ইসলাম বাংলাদেশের পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন। গেলো বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসনিা।
ভ্যাকসিন নেয়ার বিষয়ে সার্জেন্ট দিদারুল ইসলাম বলেন, এই ভ্যাকসিন গ্রহণ করার পর তার কোনও সমস্যা হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থবোধ করছেন।
তিনি আরও বলেন, জনগণের সেবক হিসেবে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই। যেন সবাই ভ্যাকসিন নিয়ে দেশকে করোনামুক্ত করতে সাহায্য করে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর