July 31, 2025, 2:33 pm

মির্জাপুরে প্রথম নারী মেয়র সালমা

Reporter Name 218 View
Update : Monday, February 1, 2021

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জেলার একমাত্র নারী মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সালমা আক্তার শিমুল। ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মির্জাপুর পৌর নির্বাচনে মোট ভোরটার সংখ্যা ২২ হাজার ৩৪৯ জন। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ১৫ হাজার ৯০৫ জন ভোট দেন। ভোট পড়ে ৭১ দশমিক ১৬ শতাংশ।

গেল বছরের ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন মারা গেলে মেয়র পদটি শূন্য হয়। ওই বছরই ২২ অক্টোবর উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে তার স্ত্রী সালমা আক্তার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর