September 13, 2025, 2:24 pm

নরসিংদীতে দাদীকে খুন করে নাতিসহ তিনজন গ্রেপ্তার-(ভিডিও)

আব্দুল কুদ্দুস | ঢাকা টোয়েন্টিফোর - 153 View
Update : Wednesday, February 3, 2021

নরসিংদীর মাধবদীতে দাদী হত্যা মামলার মূল আসামী ঘাতক নাতি মোশাররফ হোসেন অনিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। গ্রেফতারকৃত অন্যরা হলেন, নিহত আমিরজানের সৎ ছেলে রফিকুল ইসলামের স্ত্রী ও ঘাতক অনিকের মা হাফেজা (৪০) এবং অনিকের চাচা মোস্তফা (৩৫)। এদিকে নিহত আমিরজানের স্বামী হোসেন আলী এলাকাবাসীকে সাথে নিয়ে এ হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবি চেয়ে একটি মানববন্ধন করেন।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩১ জানুয়ারী রোববার সকালে নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের ছেলে কিশোর মোশাররফ হোসেন অনিক এর সাথে একটি আমগাছ কাটা নিয়ে তার দাদী আমিরজা এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অনিক উত্তেজিত হয়ে তার দাদীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে। এসময় আমিরজানের স্বামী হোসেন আলী এগিয়ে এলে তাকেও আহত করা হয়। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিরজানের মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্বামী হোসেন আলী বাদী হয়ে চারজনকে আসামী করে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটিকে ধামাচাপা দিতে একটি মহল তৎপরতা শুরু করলে এলাকাবাসীকে সাথে নিয়ে মঙ্গলবার দুপুরে আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন নিহতের স্বামী হোসেন আলী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর