ওয়ানডে সুপার লীগ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কানরা

ওয়ানডে সুপার লীগের তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।
বুধবার আকরাম খান বলেন, ‘তিনটি ওয়ানডে খেলতে মে মাসে শ্রীলংকা দল বাংলাদেশে আসবে। তিন ম্যাচের সিরিজটি ওয়ানডে সুপার লীগের অংশ।’
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ ম্যাচের সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলংকা সফরে যেতে পারে টাইগাররা।
বিসিবি পরিচালক আকরাম বলেন,‘ সুচি চুড়ান্ত না হলেও আমরা যাচ্ছি- এটা চুড়ান্ত। আমরা আগে কিংবা পরেও শ্রীলংকা যেতে পারি।’
চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে শ্রীলংকার সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনা ইস্যুতে শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। তখন থেকেই চিঠি চালাচালি করছিলো দুই বোর্ড।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর