September 12, 2025, 12:18 am

ফেসবুকও বন্ধ করল মিয়ানমার

Reporter Name 290 View
Update : Thursday, February 4, 2021

সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর ফেসবুক বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সামরিক সরকার ফেসবুকসহ বার্তা আদান-প্রদান পরিষেবাগুলো বন্ধ করে দিতে ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দিয়েছে। ফেসবুকের এক মুখপাত্র মিয়ানমারের সেনা সরকারের ওই নির্দেশনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে। আর বন্ধের কারণ হিসেবে বলেছে, এ মুহূর্তে দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী লোকজন ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়াচ্ছে। এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

সোমবার মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। তার কয়েক ঘণ্টা আগে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। মিয়ানমারের ক্ষমতা এখন সেনাপ্রধান মিন অং লাইংয়ের হাতে। বাণিজ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্রসহ ১১ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে বদলানো হয়েছে। মিয়ানমারে নতুন নির্বাচন কমিশন ও পুলিশ প্রধান নিয়োগ করেছে দেশটির সেনাবাহিনী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর