September 12, 2025, 12:16 am

আল-জাজিরার সেই সাংবাদিক কারামুক্ত হলেন

Reporter Name 174 View
Update : Sunday, February 7, 2021

গণমাধ্যম ডেস্ক:
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হোসেন কারামুক্ত হয়েছেন। বিনা বিচারে প্রায় ৪ বছর তাকে কারাবন্দি করে রেখেছিল মিশরের সরকার। অবশেষে দেশটির কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হলো।

২০১৬ সালের ডিসেম্বরে মিশরীয় নাগরিক সাংবাদিক মাহমুদ হোসেনকে বন্দি করা হয়। গতকাল শনিবার তিনি মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যান।

আল-জাজিরার নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সৌগ এক বিবৃতিতে বলেছেন, ‘মাহমুদ হোসেনের এই মুক্তি সংবাদমাধ্যমের স্বাধীনতার পথে একটি মাইলফলক। এটি পরীক্ষিত ও অনুপ্রেরণার মুহূর্ত।’

মোস্তফা সৌগ আরও বলেন, ‘মাহমুদ হোসেনের মুক্তিতে আল-জাজিরা নেটওয়ার্ক স্বাগত জানিয়েছে। আমরা মনে করি, কেবল পেশাদারিত্বের জন্য কোনও সাংবাদিক যাতে এমন ভোগান্তির শিকার না হন।’

তিনি বলেন, ‘মাহমুদ হোসেন কারাগারগ থেকে মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন। এতে আমরা খুবই সন্তুষ্ট। তার জীবন থেকে ৪টি বছর কেড়ে নেয়া হয়েছে। তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে।’

মাহমুদ হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং অতীতের মতো পেশাদারিত্বের নতুন অধ্যায় শুরু করবেন বলেও আশা প্রকাশ করেন আল-জাজিরার নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক।

এদিকে গতকাল শনিবার সকালে মাহমুদের মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন- ‘বাবাকে মুক্তি দেয়ার সিদ্ধান্তে আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাবা আজ বাড়িতে এসেছেন।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর