October 25, 2025, 10:38 pm

উঠতি নায়িকাদের দিয়ে পর্নোগ্রাফির ব্যবসা, গ্রেফতার অভিনেত্রী

Reporter Name 203 View
Update : Sunday, February 7, 2021

মুম্বাইয়ের উঠতি নায়িকাদের ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করতেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। নিজের পেশার আড়ালে এমন বেআইনি কাজের জন্য পুরো মুম্বাই জুড়ে একটি পর্নোগ্রাফি চক্র বানিয়ে ফেলেছিলেন এই টেলিভিশন নায়িকা।

নায়িকা গহনার নিজস্ব প্রোডাকশন হাউস ছিল। সেখানে নিয়মিত ওয়েব সিরিজ এবং সিরিয়াল শ্যুটের আড়ালে চলতো দেহ ব্যবসা। ধারণ করা হতো পর্নোগ্রাফি ভিডিও এবং তা অনলাইনেও আপলোড করা হতো।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ পর্নোগ্রাফির দায়ে পাঁচ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে অভিনেত্রী গহনার নাম। এর পরেই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল অভিনেত্রী গহনা বশিষ্ঠকে গ্রেফতার করে।

৩২ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী গহনার আসল নাম বন্দনা তিওয়ারি। টেলিভিশনের জগতে প্রবেশ করার আগে মিস এশিয়া বিকিনি অ্যাওয়ার্ড জেতেন তিনি। ৮০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে তাকে। মিডিয়া পাড়ায় সে বেশ জনপ্রিয় ও সুপরিচিত ছিলো অভিনেত্রী হিসেবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর