October 25, 2025, 2:17 pm

আইনজীবী পাত্রীর সঙ্গে নতুন ইনিংস শুরু ভারতীয় ক্রিকেটারের

Reporter Name 202 View
Update : Monday, February 8, 2021

স্পোর্টস ডেস্ক:
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল গেল বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন। এবার ভারতীয় ক্রিকেটে নতুন সুখবর, আবারও বাজলো সানাই। এবার ক্রিকেটার জয়দেব উনাদকাট অনেকটা গোপনে বিয়েটা সেরে নিয়েছেন।

গেল মার্চে উনাদকাটের বাগদান হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি প্রেমিকা রিনির সঙ্গে মালাবদল হয় এ ক্রিকেটারের। করোনাকালে অনেকটা সাদামাটা ভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উনাদকাটের বিয়ের ছবি ঘুরছে। গুজরাটের আনন্দ সিটির মধুবন রিসোর্টে তাদের বিয়ে হয়।

উনাদকাটের স্ত্রী রিনি পেশায় একজন আইনজীবী। দুজনের পরিচয় অনেক দিনের। সেই পরিচয় গড়ালো পরিণয় পর্যন্ত। শেষ পর্যন্ত রিনির সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন এই পেস তারকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর