August 2, 2025, 9:04 pm

আড়াই বছর তো টানলাম, আর কত?

Reporter Name 172 View
Update : Monday, February 8, 2021

বিনোদন ডেস্ক:
কিছুদিন আগে বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বিবাহ বিচ্ছেদ হয়েছে। আর এই জনপ্রিয় অভিনেত্রী গণমাধ্যমের কাছে তার বিয়ে বিচ্ছেদের সংবাদ প্রকাশ করেন। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তবে তিনি সেই স্ট্যাটাস দেওয়ার পরে তাকে নিয়ে নানা রকম আলোচনা দেখা দেয়। বিশেষ করে তাকে নিয়ে অনেকে তার ফেসবুক পেজে উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন।

যার কারণে তিনি আপাতত ফেসবুক থেকে দূরে রয়েছেন। আর এবার তিনি আবারও গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

বিচ্ছেদের পরে কেমন আছেন এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ’আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের মতো সময় কাটাচ্ছি। শুটিংও বন্ধ রেখেছি। বাসার সবার সঙ্গে সময়টা উপভোগ করছি।’

হঠাৎ সোশ্যাল মিডিয়া বিমুখ হলেন কেন? এমন প্রশ্রের জবাবে তিনি বলেন, ‘ফেসবুক ছেড়ে খুব একটা খারাপ নেই। এখন নিজের মতো করে সময় কাটাচ্ছি। এ সময় ফেসবুকে না থাকাই ভালো। তবে শিগগিরই ফেসবুকে ফিরবো।’

হঠাৎ বিবাহ বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিতে হলো এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমরা তিনমাস এক সঙ্গে থাকি নাই। শ্বশুরবাড়িতে প্রবলেম ছিল। সেখানে এত বেশি সমস্যা ছিলে যে থাকতে পারি নাই। আমি আসলে টেনে গেছি। আর কত দিন। আড়াই বছর তো টানলাম, আর কত? আর সাফার করতে পারছিলাম না। তাই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া।’

ফারিয়া বলেন, আমি চাই নাই এগুলো নিয়ে কথা উঠুক, আলোচনা হোক। তাই শুধু ফ্যামিলি ইস্যুর কথাই বলেছিলাম।

এ দিকে, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আলোচনা হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে কার ফেসবুত আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন। একই সাথে মুঠোফোনও বন্ধ রাখেন। ইনস্টাগামে কসেন্টস অপশনও বন্ধ করে দিয়েছিলেন। নেটিজেনদের কথার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর