August 5, 2025, 8:49 am

বিমানবন্দরে ৪০ লাখ টাকার সিগারেট-কসমেটিকসসহ ৫ যাত্রী আটক

Reporter Name 148 View
Update : Tuesday, February 9, 2021

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও কসমেটিকসসহ পাঁচজন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন, ইসমাইল হোসেন পাটোয়ারী (৩২), মহিউদ্দিন (৩৪), রাসেল হোসেন (২৯), লোকমান (৩৪) ও নুর জামান (২২)। তাদের কাছ থেকে ২০০ কেজি কসমেটিকস ও ১২৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।

দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে (বিজি দুবাই) ঢাকায় অবতরণ করে শুল্কফাঁকি দিয়ে কাস্টমস চ্যানেল দিয়ে ২নং আগমনী পার হয়ে বের হয়ে আসার পর মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ওই যাত্রীদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, তারা নিয়মিতভাবে শুল্ক ফাঁকি দিয়ে এভাবে পণ্য আনছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর