জরিমানার বদলে চুমু দাবি, পুলিশ সদস্য বরখাস্ত
 
						করোনার স্বাস্থ্যবিধি ভেঙেছিলেন এক তরুণী। এ ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ে শাস্তির মুখোমুখি হতে হয় তাকে। তবে চুমুর বদলে ওই তরুণীর জরিমানা মওকুফ করে দেন পুলিশ সদস্য। এটি কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই ঘটনাটি ঘটেছে পেরুর রাজধানী লিমার মিরাফ্লোরেস ব্রডওয়াকে। সেই দৃশ্যই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।
জানা গেছে, ওই তরুণীকে আইন অমান্য আটক করেছিলেন এক পুলিশ সদস্য। তবে শাস্তি বা জরিমানার বদলে তরুণীর কাছে চুমু দাবি করেছিলেন পুলিশ কর্মকর্তা। এসময় ওই তরুণী মাঝরাস্তায় দাঁড়িয়েই পুলিশ কর্মকর্তাকে চুমু দেন। এরপরই তাকে ছেড়ে দেয় পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তার দুই পাশে দু’টি গাড়ি দাঁড় করিয়ে রাখা। মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী এবং পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ পরই পুলিশ কর্মকর্তাকে চুমু খেতে শুরু করেন ওই তরুণী। এরপরই তিনি গাড়ি নিয়ে চলে যান।
তবে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। ইতোমধ্যেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে।


 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										