October 27, 2025, 4:12 am

ভাষা শহীদদের স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবের দোয়া মাহফিল

আব্দুল কুদ্দুস 169 View
Update : Sunday, February 21, 2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাইন ওকে মার্কেটে ক্লাবের কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ১৯৫২ সনে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ।

মোনাজাতে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রেস ক্লাবের সকল সদস্যদের দীর্ঘায়ু ও প্রয়াত স্বজনদের আত্মার মাগফেরাত এবং দেশ – জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভির আহম্মেদ। মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার শাহিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ প্রতিবেদক ও থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি ওবায়দুর মাসুম, মাধবদী ক্লাব লিমিটেড এর কোষাধ্যক্ষ ইয়াকুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, নিরাপদ সড়ক চাই(নিসচা) মাধবদী থানা শাখার সহ-সভাপতি মোস্তাকিম হোসেন, মাধবদী থানা প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, মনির মুন্সি, হানিফ মাস্টার প্রমূখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর