August 31, 2025, 6:52 am

সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যা: অটোচালক কারাগারে

Reporter Name 150 View
Update : Wednesday, February 24, 2021

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যা মামলায় প্রধান আসামি অটোরিকশা চালক নোমান হাসনুকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পণ করালে আদালত তাকে জেল হাজতে পাঠান।

এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন চাইলে বিচারক সাইফুর রহমান সে আবেদন নামঞ্জুর করেন। তবে এ সময় বাদী পক্ষের কোন আইনজীবী বা মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় আসামির রিমান্ড আবেদন করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন দিলু। তিনি জানান, আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নিজে এসে আত্মসমর্পণ করেছেন। তবে শুনানির পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এর আগে, ঢাকা থেকে মামলার প্রধান আসামি নোমান হাসনুকে নিয়ে আসেন শ্রমিক নেতারা। পরে তারা তাকে মহানগর হাকিম আদালত ১ এ সোপর্দ করেছেন।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করে সিএনজি অটোরিকশা চালক নোমান ও তার সহযোগীরা। পরে

হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর