সব নির্বাচন দলীয় মার্কামুক্ত করার দাবি

মাগুরায় ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার সব নির্বাচন দলীয় মার্কামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, মাগুরা শাখা। শনিবার মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, মাগুরা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, জেলা শাখার সদস্য বাসারুল হায়দার বাচ্চু, সাদেকুজ্জামান, মহম্মদপুর শাখার সভাপতি শফিকুল ইসলাম পিকুল, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সভাপতি আকাশ আহমেদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভির হোসেন পারভেজ প্রমুখ।
সমাবেশে বক্তারা ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার সব নির্বাচন দলীয় মার্কামুক্ত করার দাবি জানান। তাছাড়া দেশে চলমান পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে সরকার নির্বাচন করে নানা কারচুরি করছে বলে তারা অভিযোগ করেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর