September 13, 2025, 10:41 am

তারাবো পৌর মেয়রকে সংবর্ধনা

Reporter Name 157 View
Update : Friday, March 5, 2021

নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রথম শ্রেণির পৌরসভা তারাবো পৌর মেয়র হাছিনা গাজীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে উপজেলার তারাবো পৌর এলাকার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়।

তারাবো পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তূজা পাপ্পা।

উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল কাদির, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ।

এসময় দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত মেয়র মিসেস হাছিনা গাজী নির্বাচিত হওয়ায় নাগরিক সমাজ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর