October 27, 2025, 4:11 am

মোদির সফরে উদ্বোধন হতে পারে মৈত্রী সেতু-১

Reporter Name 155 View
Update : Friday, March 5, 2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ চালুর কথা ভাবছে সরকার। ভারতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে সম্মতি মিললে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকায় ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১-এর পরিদর্শন শেষে সাংবাদিকদের সচিব এসব কথা জানান।

মাসুদ বিন মোমেন আরো জানান, তিস্তা চুক্তিসহ ছয়টি নদীর পানি চুক্তি নিয়ে অমীমাংসিত বিষয়ে আগামী ১৬ মার্চ দুই দেশের পানিসম্পদসচিব পর্যায়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে। তিস্তা চুক্তির মতো অন্যান্য নদী চুক্তি যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে জোর দেয়া হবে এবার বৈঠকে।

এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ও সশস্ত্র বিভাগের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আতিকুর রহমান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর