August 5, 2025, 3:33 am

চট্টগ্রাম কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

Reporter Name 163 View
Update : Tuesday, March 9, 2021

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) ভোর নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেল পলাতক আসামি রুবেলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাযপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা।

শনিবার (৬ মার্চ) চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারের একটি চারতলা ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে যান বন্দি ফরহাদ হোসেন রুবেল। পরে কারাগারের একাধিক সিসি ক্যামেরার ভিডিও চিত্র দেখে কারা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হন।

সূত্র জানায়, নরসিংদীর রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে রুবেল। গত ৬ ফেব্রুয়ারি চট্রগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনা ঘটে। এ মামলায় গ্রেফতার হয়ে ৭ ফেব্রুয়ারি কারাগারে যান রুবেল। গত শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চারতলা ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে নিজ এলাকা রায়পুরার মীরেরকান্দি চলে আসেন রুবেল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর