August 2, 2025, 9:02 pm

ঝিলিকের কলিজাতে দাগ

Reporter Name 189 View
Update : Friday, March 12, 2021

আসমা ঝিলিক পেশায় অভিনেত্রী। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। বর্তমানে ঝিলিক চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে’ চলচ্চিত্রের শ্যুটিং।

এছাড়াও নির্মাণাধীন অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’, নূর মোহাম্মদ মনির ‘বাংলার ভাবী’, মোহাম্মদ আসলামের ‘সমাধান’ ও ‘বদলা’, মোঃ সফিউল্লাহর ‘চোখ যে মনের কথা বলে’, মান্নান সরকারের ‘কি করে বলবো প্রিয়তমা’। আগামী ১৪ মার্চ থেকে শুরু করবেন মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’।

এ প্রসঙ্গে আসমা ঝিলিক গণমাধ্যমে বলেন, ‘প্রতিটি ছবিতেই দর্শক ভিন্ন ভিন্ন চরিত্রে আমাকে পর্দায় দেখতে পাবে। চেষ্টা করছি নিজের সেরাটা দিয়ে কাজ করতে। সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই। হতে চাই সবার প্রিয় অভিনেত্রী। নায়িকা হতে হবে এমন কোনও কথা নেই। একজন দক্ষ অভিনেত্রী হতে চাই। ভালো গল্প পেলে যে কোনও কাজ করতে রাজি আছি।’

চাঁদপুরের মেয়ে আসমা ঝিলিক। যিনি তার অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি এখন পড়াশোনা নিয়েও ব্যস্ত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর