July 31, 2025, 8:14 pm

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

Reporter Name 246 View
Update : Monday, March 15, 2021

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করেছে সরকার। ইংরেজিতে ‘Ministry of Information and Broadcasting।’ সোমবার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ের নামের পরিবর্তন এনেছেন। তথ্য মন্ত্রণালয় জানায়, তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর