July 31, 2025, 12:53 am

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি

Reporter Name 200 View
Update : Thursday, April 8, 2021

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের মোট ৫৬ জন বিচারপতি। দ্বিতীয় ডোজ নিয়েছেন উভয় বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিরাও।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। অন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে টিকা নেন আপিল বিভাগের পাঁচজন ও হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ০৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ উভয় বিভাগের বিচারপতিরা বিএসএমএমইউ হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর