August 3, 2025, 7:51 am

আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে: মির্জা আব্বাস

Reporter Name 181 View
Update : Sunday, April 18, 2021

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় আমার দেয়া বক্তব্যকে কাটপিচ করা হয়েছে। কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা সংবাদ উল্লেখ করে নিজের অবস্থান তুলে ধরেন মির্জা আব্বাস।

তিনি বলেন, আমার আংশিক বক্তব্য দেয়া হয়েছে। কাটপিছ করে ইচ্ছামত আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কি কারণে করা হয়েছে আমি জানি না।

মির্জা আব্বাস বলেন, সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করে নাই। এমন কথা আমি বলি নাই। আমার কথা বিকৃত করে পেছিয়ে লেখা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির নেতারাই ইলিয়াস আলী গুম করেছে এমন বক্তব্য আমি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথার ওপর নিজেই বোমা ফুটানো। এখানে টুইয়িস্ট করা হয়েছে।

আজ সকালে একদল সাংবাদিক ইলিয়াস আলী বাসায় গিয়েছিলো বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তার স্ত্রীকে রীতিমতো চার্জ করেছে। বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করেছে। এটা কেন? এমন কি ঘটনা ঘটলো যে এই বিষয়টা নিয়ে এতো মাথা ঘামাতে হবে।

তিনি আরও বলেন, আমার সত্য বক্তব্যটা তুলে ধরলে, তাহলে ভালো হতো। আমি এমন কোনও কথা বলি নাই যার জন্য বিএনপির নেতাকর্মী, জাতির কাছে বিব্রত হতে হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর