September 13, 2025, 10:41 am

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম

Reporter Name 144 View
Update : Sunday, April 18, 2021

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে থুইমা মারমা এক গৃহবধু কে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার রাতে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলাআগা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় যুবক থুইমং মারমা গৃহবধু কে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করলে আত্মচিৎকার করলে ধর্ষন কারি গৃহ বধুর হাতে থাকা মোবাইল চিনিয়ে নেয় ধারালো ছুরি দিয়ে এলোপাতারি কোপায়া মাথা,গলা,হাতে পায়ে যখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।

অভিযুক্ত থুইমং মারমা একই এলাকার রেগ্গা মারমার ছেলে। সে একজন বিবাহিত যুবক। চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ ওসি মো.ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গৃহবধুর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত থুইমং মারমা (লহই) কে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ওসি জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। ৩ নংবাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞেমং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি গতকাল শনিবার ঘটনাটি শুনার সাথে সাথে ওয়ার্ডের ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠান। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান,সমাজের নৈতিকতার শিক্ষার অভাব, পারিবারিক অশান্তি, মায়া, মমতা, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং ধর্মীয় শিক্ষার অভাবের কারনে এই ঘটনা ঘটছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর