August 22, 2025, 1:34 am

বেতন না পেয়ে ৫ তরুণীর আত্মহত্যাচেষ্টা

Reporter Name 170 View
Update : Monday, April 19, 2021

আন্তর্জাতিক ডেস্ক:
করোনা মহামারিতে বেতন না পেয়ে মালিকের বাড়ির পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দেন পাঁচ তরুণী। শেষে পুলিশের হস্তক্ষেপে ঘটনার মীমাংসা করা হয়। রবিবার (১৮ এপ্রিল) কলকাতার পার্কস্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটেছে। সূত্র জি ২৪ ঘন্টা।

খবরে বলা হয়, ওই পাঁচ তরুণী একটি সার্কাস দলে কর্মরত ছিলেন। করোনাকালে সার্কাস বন্ধ হয়ে যাওয়ার বেতন দিতে পারছিলেন না সার্কাস দলের মালিক। এদিকে সার্কাসের দলের সঙ্গে যুক্ত কর্মীরাও বেকার জীবন যাবন করছেন। সব মিলিয়ে তারা আর্থিকভাবে শোচনীয় অবস্থা পার করছেন।

এদিকে তরুণীরা জানান, তারা ছোটবেলা থেকেই এই সার্কাস দলের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেই কাজ শিখেছেন। সার্কাস বন্ধ হবার আগের বেতন বকেয়া ছিল তাদের। পরে তারা মালিকের বাড়িতে টাকা চাইতে গেলে তাদেরকে পুরো টাকা দেয়া হয় না। উল্টো তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এসময় তারা আর কোন উপায় না দেখতে পেয়ে পাঁচতলার বারান্দায় গিয়ে হাতে হাত ধরে আত্মহত্যার উদ্দেশ্যে দাঁড়ান।

পরে এলাকাবাসী তাদেরকে দেখতে পেয়ে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সিদ্ধান্তে অনড়। পুলিশে খবর দেয়া হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের অনুরোধে তারা সেখান থেকে সরে যান।

ওই পাঁচ তরুণী পুলিশকে জানান, করোনাকালে কোন কাজ নেই। ঘরে বসে আছেন তারা। সবাই খুব অভাবের মধ্য দিয়ে দিনযাপন করছেন। এমতাবস্থায় বকেয়া বেতনও যদি না দেয়া হয়, তাহলে বেঁচে থাকার কোন মানে হয় না। এরপর পুলিশের মধ্যস্থতায় তাদের বকেয়া বেতনের পুরো টাকা দেয়া হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর