চীনে স্কুলে ছুরি হামলায় দুই শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়ানচিতে এক কিন্ডারগার্টেনে ছুরি হামলায় দুই শিশুকে হত্যা করেছে এক ব্যক্তি। বুধবারের এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ শিশু। চীনা সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় গুয়ানচির বেলিয়ু শহরে ওই হামলায় দুই শিশু গুরুতর আহত হয়, শুরুতে এমনটাই জানিয়েছিল দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া। পরে তাদের মৃত্যুর খবর দেয় সংবাদমাধ্যমটি।
ঘটনাস্থল থেকে আহত ১৬ শিশুকে উদ্ধার করে বেলিয়ু সিটি পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।
এদিকে হামলাকারী হিসেবে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানায়নি তারা। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি সিনহুয়ার খবরে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর