August 5, 2025, 1:39 am

অসহায় এবং কর্মহীন মানুষদের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরন করলো রাজধানী এক্সপ্রেস

রাসেল খান, 135 View
Update : Sunday, May 2, 2021

মহামারী করোনার থাবায় জনজীবন বর্তমানে হুমকির মুখে। করোনার এই থাবা থেকে বাচঁতে সারাদেশে সরকারি ভাবে চলছে লকডাউন। আর এই লকডাউনে কর্মহীন এবং অসহায় হয়ে পড়েছে অনেকে ।
এরি মধ্যে বেশকিছু সংগঠন এসব অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারই মধ্যে একটি রাজধানী এক্সপ্রেস।
শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর উত্তরা ৯ নাম্বার সেক্টর কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন এলাকায় দেড়-শতাধিক কর্মহীন অসহায় এবং রোজাদার ব্যক্তিদের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরন করেছেন রাজধানী এক্সপ্রেস নামক একটি সংগঠন।

সংগঠনের এডমিন জুয়েল ব‌লেন, করোনা ভাইরা‌সের এই সংকটের কারনে অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে। এবং সমা‌জের সু‌বিধাব‌ঞ্চিত মানু‌ষেরা রমজান মা‌সে অনেক সময় ভা‌লো ক‌রে ইফতারও কর‌তে পার‌ছে না। সেই ভাবনা থে‌কে আমার এই ক্ষুদ্ধ আ‌য়োজন। আমরা আশা করবো আমাদের মত করে বৃত্তবান ব্যাক্তিরা এ সকল অসহায় কর্মহীন মানুষদের পাশে দাড়ায় তাহলে একটি মানুষও না খেয়ে থাকবে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর