July 31, 2025, 10:02 am

জমে উঠছে আতর-টুপির বাজার

Reporter Name 165 View
Update : Monday, May 3, 2021

ঈদকে সামনে রেখে বেচা বিক্রি বেড়েছে আতর ও টুপির। তিন গ্রামের এক শিশি আতর প্রকার ভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩ হাজার টাকারও বেশি দামে। দেশি-বিদেশী বাহারি নকশার টুপির মূল্য ১০ থেকে আড়াই হাজার টাকা। রয়েছে ৭ হাজার টাকা দামের জায়নামাজ।

বিভিন্ন ধরণের আতরে কদর রয়েছে ধর্মপ্রাণ মসুলমানদের মাঝে। বাহারি নকশার শিশি শোভা পাচ্ছে দোকানগুলোতে। রয়েছে মিশক আম্বুর, কস্তুরি, আমির আল-উদ, আগর সহ নানা আতর।

প্রকার ভেদে তিন গ্রাম আতর বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে তিন হাজার টাকারও বেশি দামে। আরও বেশি দামের আতর রয়েছে বলে জানান বিক্রেতারা।

বিক্রেতারা জানান, আমাদের কাছে ৩ হাজার, ৫ হাজার, ১০-১২ হাজার পর্যন্ত দামের আতর আছে। মিশক আম্বার ও ন্যাচারাল উদ আছে এটি প্রতি এমএল ৩৫০ টাকা থেকে হাজারের উপরে পড়বে।

রয়েছে দেশি-বিদেশী নানা ধরনের নানা ডিজাইনের জায়নামাজ-টুপি।

১০ থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব টুপি। আর জায়নামাজ বিক্রি হচ্ছে ৩শ’ টাকা থেকে ৭ হাজার টাকায়।

বিক্রেতারা জানান, মসজিদে জায়নামাজ নিয়ে যেতে হয়, তাই তুলনামূলক জায়নামাজ বেশি চলছে। দেশি, পাকিস্তান, সৌদি আরব- অনেক দেশেরই টুপি আছে। এগুলোর বিভিন্ন রকমের দাম।

ঈদ উপলক্ষে ক্রেতারা আতর, টুপি ও জায়নামাজ সংগ্রহ করছেন বলে জানান তারা।

আগত ক্রেতারা জানান, জায়নামাজ ও টুপি কিনতে এখানে আসা। আরেকজন জানান, দুই বাচ্চার জন্য জায়নামাজ ও টুপি কিনতে এসেছেন।

রয়েছে বিভিন্ন ধরনের তসবিহও। কোনটা কাঠের, কোনটা পাথরের আবার কোনটা বা পুতির তৈরি। এসব তসবিহ বিক্রি হচ্ছে সর্বোচ্চ আড়াই হাজার টাকা দামে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর