August 22, 2025, 1:29 am

ভারতে অক্সিজেন সংকটে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক - 150 View
Update : Monday, May 3, 2021

ভারতের কর্নাটক রাজ্যে অক্সিজেন সংকটে ‘দুই ঘণ্টায়’ অন্তত ২৪ রোগীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার রাজ্যের চামরাজনগর সরকারি জেলা হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ক্রিটিক্যাল রোগীও ছিলেন।

সোমবার এক কর্মকর্তা বলেছেন, রাত ১২ থেকে ভোররাত ২টার মধ্যে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার পর হাসপাতাল থেকে এসব মৃত্যুর কথা জানানো হয়।

হাসপাতালটিতে করোনাক্রান্তসহ অন্তত ১৪৪ জন রোগী ভর্তি ছিলেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা চামরাজনগরের জেলা কর্মকর্তাদের বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

এক ‍টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনাভাইরাস সামাল দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেছেন।

মহামারি শুরুর পর থেকে চামরাজনগর জেলায় মোট ১১ হাজার ৯২৮ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। এদের মধ্যে রবিবার পর্যন্ত অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর