August 5, 2025, 1:29 am

রাজধানীতে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name 155 View
Update : Monday, May 3, 2021

রাজধানীর মতিঝিলে আল-আকসা নামের একটি আবাসিক হোটেলের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. রুবেল (২৬)।

রোববার (২ মে) বিকেলে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি নোয়াখালী সদর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে। রুবেল দুই বছর আগে বিয়ে করেছেন। তার একটি সন্তানও রয়েছে। তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি থাকেন।

মতিঝিল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, ফকিরাপুলে আবাসিক হোটেল আল-আকসার ছয়তলার ছাদে কর্মীদের থাকার একটি কক্ষ আছে। সেখানে গলায় গামছা বাঁধা অবস্থায় রুবেলকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ৯টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, রুবেল তার ছোট ভাইয়ের সঙ্গে ফকিরাপুল এলাকায় থাকতেন। ওখানেই তাদের এক খালাতো ভাইয়ের প্রসাধনীর দোকানে কাজ করতেন। রোববার বিকেল পর্যন্ত দোকানেই ছিলেন তিনি। কোনো এক সময় হোটেলের ছাদের ওই কক্ষে যান। এরপরই উদ্ধার হয় তার লাশ।

ময়নাতদন্তের জন্য রুবেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর