সিরাজগঞ্জে অস্ত্র-জিহাদী বইসহ জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক

নাশকতার পরিকল্পনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়। এরা উল্লাপাড়া উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত রয়েছেন।
আটককৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (৪৫), মো. শায়েক মাহমুদ (২৭), রিয়াজ উদ্দিন (৩৭), হাফুজুল ইসলাম (৩০), শাহিন দুলাল (৪৬), মো. রায়হান আলী (৪২), আফসার আলী (৪৭), মোছা. এলিজা পারভীন (৩০)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দ্যেশ্যে গোপন বৈঠক চলাকালীন সময়ে পৌর এলাকার ঝিকিড়া থেকে বেশ কয়েকটি হকিষ্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর