August 2, 2025, 9:05 pm

‘পরিচালক প্রথমেই আমাকে পোশাক খুলতে বলেন, আমি…’

Reporter Name 172 View
Update : Wednesday, May 5, 2021

বিনোদন ডেস্ক:
ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাঝেমধ্যেই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। অনেক সময় নামিদামি তারকারাও মুখ খুলেন। এবার সেই তালিকায় যোগ হলেন দক্ষিণী অভিনেত্রী এষা আগারওয়াল। এক সাক্ষাৎকারে ভয়ংকর সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন এষা।

মহারাষ্ট্রের লাতুরের মেয়ে এষা। এই ছোট শহর থেকে মুম্বাই গিয়ে ক্যারিয়ার তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জ ছিল। এমনকি বাবা-মায়ের কাছেও নিজেকে প্রমাণ করতে হয়েছিল তাকে। মুম্বাইয়ে পা রাখার পরপরই এষার সেই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল।

এষা জানান, একবার এক পরিচিত কাস্টিং ডিরেক্টর অফিসে তাকে ডেকেছিল। এর তার বোনকে সঙ্গে নিয়ে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যান। তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।

সাক্ষাৎকারে এষা বলেন, ‘উনি (কাস্টিং ডিরেক্টর) আমাকে পোশাক খুলতে বলেন। ওই কাস্টিং ডিরেক্টরের যুক্তি ছিল, কোনও চরিত্রের জন্য পোশাক খোলার প্রয়োজন হলে আমাকে কাস্ট করা যাবে কিনা, তা তিনি দেখতে চান।’

এষা বলেন, ‘কাস্টিং ডিরেক্টরের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে আমি তখনই ওই অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। এরপরও ওই কাস্টিং ডিরেক্টর আমার মোবাইল ফোনে মেসেজ করতে থাকে। পরে আমি তার নম্বর ব্লক করে দিই।’

দক্ষিণী সিনেমায় পরিচিত মুখ এষা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুনদের পরামর্শ দিয়ে বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলে চুপ করে না থেকে প্রতিবাদ করতে হবে। তাহলেই এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব হবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর