November 11, 2025, 4:55 pm

পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মমতা ব্যানার্জ্জী

Reporter Name 152 View
Update : Friday, May 7, 2021

অভিনন্দন জানিয়ে লেখা পত্রের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে তিনি মোমেনকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, পত্রে মমতা ব্যানার্জ্জী উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন,শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় দিয়েছেন।

মমতা বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা বলেন, ‘আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।’

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূল কংগ্রেস এ রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় গত ৫ মে এক পত্রে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান ড. মোমেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর